চলে গেলেন ৩ বার অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:০২, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩৮, ৪ নভেম্বর ২০২৫
কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড। ছবি: স্কাই নিউজ
হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাই শহরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি, তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করেন তার সহ–অভিনেত্রী ও কন্যা, অস্কারবিজয়ী অভিনেত্রী লরা ডের্ন।
ডায়ান ল্যাড অভিনয় জীবনে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন—অ্যালিস ডাজন’ট লিভ হিয়ার অ্যানিমোর, ওয়াইল্ড অ্যাট হার্ট এবং র্যাম্বলিং রোজ ছবির জন্য।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ হাসপাতালের রিপোর্ট বা অনুমোদিত সূত্রে উল্লেখ করা হয়নি।
ডায়ান ল্যাড (মুল নাম রোজ ডায়ান ল্যাডনার ) ১৯৩৫ সালে মিসিসিপির লরেলে জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশ এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকেই তার অভিনয় জীবনের পথচলা শুরু হয়।
তিনি ১৯৭৪ সালের “অ্যালিস ডাজন’ট লিভ হিয়ার অ্যানিমোর” ছবিতে পার্শ্বঅভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের জন্য প্রথমবার অস্কারে মনোনীত হন। পরে “ওয়াইল্ড অ্যাট হার্ট (১৯৯০)“ এবং ‘র্যাম্বলিং রোজ (১৯৯১)’ ছবিতেও মনোনয়ন পান, এ দুটি ছবিতেই মেয়ে ছিল তার সহঅভিনেত্রী।
অভিনয় জীবনে তিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র—সবখানেই পারদর্শী ছিলেন।
ডায়ান ল্যাড ছিলেন অভিনেত্রী লরা ডের্ন–এর মা। দুজন মিলে একাধিক ছবিতে কাজ করেছেন।
তার পারিবারিক জীবন ও শিল্পজীবন-উভয়ের মধ্যেই ছিল গভীর সংযোগ এবং আবেগের ছোঁয়া, যা তার অভিনয়ের গভীরতায় প্রকাশ পেয়েছে।
