মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এ বাংলাদেশের ”নয়া মানুষ”

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩২, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৫:৩৯, ৪ নভেম্বর ২০২৫

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এ বাংলাদেশের ”নয়া মানুষ”

’নয়া মানুষ’ সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি। নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন যাপন ও মানবিকতাকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র ’নয়া মানুষ’। দেশে সিনেমা হলে মুক্তির প্রায় ১ বছর পর ‘কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’র পঞ্চম আসরে যায়গা করে নিয়েছে সিনেমাটি। বাংলাদেশ ছাড়াও এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং ভারতের চলচ্চিত্র।

১ নভেম্বর থেকে ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে শুরু হয়েছে এই উৎসব। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। নির্মাতা সোহেল রানা বয়াতি জানিয়েছেন, ৭ দিনব্যাপী এ ফেস্টিভ্যালে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে “নয়া মানুষ” প্রদর্শিত হবে ৪ নভেম্বর।

`নয়া মানুষ` সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আ. মা. ম. হাসানুজ্জমান রচিত ‘বেদনার বালুচরে‘ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন- রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল  হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।

ফিল্ম ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’ প্রদর্শনী প্রসঙ্গে গল্প রচয়িতা হাসানুজ্জামান বলেন, ‘গল্পটি লেখার সময় এতো ভেবে-চিন্তে লিখিনি। কিন্তু সিনেমাটি দর্শকদের দেখার পর যে পরিমান ভালোবাসা পাচ্ছি সত্যিই অকল্পনীয়। বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করছে, ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করছে, শান্তির বার্তা দিচ্ছে, ধর্মের মূল দর্শণ তুলে ধরছে এটি তাই ভালো লাগছে।'

`নয়া মানুষ` সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। আমি খুবই আনন্দিত। কারণ, এই উৎসবে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে।’

চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাস-এর চিত্রগ্রহণে নির্মিত ‘নয়া মানুষ‘। সিনেমাটিতে প্লেব্যাক করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম এবং খাইরুল ওয়াসী। আর ইমন চৌধুরী, মুশফিক লিটু এবং শোভন রায় করেছেন সংগীত পরিচালনা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার