ঢাকা-১৭ আসনে লড়বেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৫২, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:২০, ৩ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন। তবে এবার বগুড়া নয়, ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তিনি।
এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এ ছাড়া জামায়াত, এনসিপিসহ আরও কয়েকটি দলেরও প্রার্থী থাকছেন বলে জানা গেছে।
হিরো আলম জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার পরিকল্পনা করছেন, যদিও কয়েকটি রাজনৈতিক দল তাকে নিয়ে আলোচনা করছে।
তার ভাষায়, ‘নির্বাচনে অংশ নেওয়া শুধু জেতার জন্য না; এটা একটা প্রতিবাদের জায়গা। দেশে সুষ্ঠু নির্বাচন হোক—এটাই চাই। আমি ১০০ ভোট পেলেও সমস্যা নাই, নির্বাচন হোক, মানুষ ভোট দিতে আসুক উৎসবের মতো।’
নিজেকে নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে হিরো আলম বলেন, 'গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের কথা বলতেই সংসদে যেতে চাই। এই দেশের প্রকৃত শক্তি ওই পরিশ্রমী মানুষদের মধ্যে। তাদের অধিকার নিশ্চিত করতে চাই।’
