মৌলভীবাজারের চার আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৩, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:২৭, ৪ নভেম্বর ২০২৫
মৌলভীবাজারের চার আসনে বিএনপির প্রার্থী। ছবি: সমাজকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নামগুলো ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে দেশের ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের চার আসনের প্রার্থীরা হলেন
মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা): নাছির উদ্দিন আহমদ মিঠু
মৌলভীবাজার-২ (কুলাউড়া): শওকতুল ইসলাম শকু
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর): এম নাসের রহমান
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ): মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব)
দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের জরিপ, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা, ও স্থানীয় জনপ্রিয়তা বিবেচনা করেই এই চারজনকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করছেন, মৌলভীবাজার জেলায় অতীতের মতো এবারও দলটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে, বিশেষ করে সদর ও রাজনগর আসনে এম নাসের রহমানের উপস্থিতি তাদের প্রচারণায় বাড়তি গতি আনবে।
