মায়ের পুরনো আসনে তারেকের প্রথম নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৩৫, ৩ নভেম্বর ২০২৫
						বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান / ফাইল ছবি
প্রায় দুই দশক ধরে দলের নীতি, আন্দোলন ও নির্বাচনী কৌশল নির্ধারণে নেতৃত্ব দিলেও এবারই প্রথম সরাসরি ভোটের মাঠে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হচ্ছেন—যে আসন একসময় তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিজয়ের ঐতিহ্য বহন করে আসছে।
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন।
সেখানে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বগুড়া-৬ থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তারেক রহমান।
এর আগে অক্টোবরের শুরুতে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান ইঙ্গিত দিয়েছিলেন—তিনি নির্বাচনে অংশ নেবেন। তখন তিনি বলেছিলেন, “জি, ইনশাআল্লাহ।”
খালেদা জিয়ার ঐতিহ্যবাহী আসন
বগুড়া বিএনপির জন্মলগ্ন থেকেই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এই জেলা থেকেই ১৯৯১ সাল থেকে নির্বাচনে অংশ নেন বেগম খালেদা জিয়া।
তিনি বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) ও বগুড়া-৬ (সদর) আসনে বারবার জয়ী হয়েছেন।
১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে এই দুই আসনেই তিনি নিরঙ্কুশ বিজয় লাভ করেন।
২০০৮ সালের নির্বাচনের পর উপনির্বাচনে বিএনপি নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে জয়ী হন।
২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়া দণ্ডিত হওয়ায় অংশ নিতে না পারলে, তার আসনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন পান এবং বিজয়ী হন—তবে শপথ নেননি।
পরে অনুষ্ঠিত উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি নির্বাচিত হন।
দলের ঘরানায় “জিয়া পরিবারের” প্রত্যাবর্তন
বগুড়ায় বিএনপির মনোনয়ন বোর্ডের একাধিক বৈঠকে এবার থেকেই অনুমান জোরদার হয়—জিয়া পরিবারের কেউ প্রার্থী হচ্ছেন।
১১ অক্টোবর বগুড়ার সাত আসনের মনোনয়ন প্রত্যাশীদের সভায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন।
কয়েকদিন পর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলে সেটিই সত্যি হলো—বগুড়া-৬ আসনে তারেক রহমান, আর বগুড়া-৭ আসনে খালেদা জিয়া।
মা-ছেলের নির্বাচনী অধ্যায়
খালেদা জিয়া এবার তিন আসনে (বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩) প্রার্থী হচ্ছেন, তবে তারেক রহমান শুধুমাত্র একটি আসন থেকেই ভোটে অংশ নিচ্ছেন।
এই প্রথমবারের মতো মা-ছেলে একসঙ্গে নির্বাচনী ময়দানে নামছেন—যা বিএনপির রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
