ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০১, ৩ নভেম্বর ২০২৫
২৩ অক্টোবর থেকে সেন্ট্রাল ভিয়েতনামে প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৬-এ পৌঁছেছে এবং নিখোঁজ রয়েছে ৪ জন। এ বৃষ্টিপাত চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
সংবাদ সংস্থা হ্যানয় টাইমস রবিবার জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও সামরিক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে, তবে ক্রমাগত ভারী বৃষ্টি তাদের কার্যক্রম ব্যাহত করছে। বন্যার কারণে ১ লাখ ২০ হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রায় ৫ হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে, ৭৯০ হেক্টর ফলের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৭,৭০০টির বেশি গবাদিপশু মারা গেছে। বন্যা ও ভূমিধসের কারণে ১১টি মহাসড়কও বন্ধ রয়েছে।
ডানাং শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে সাতজন নিহত, চারজন নিখোঁজ, ২১ জন আহত হয়েছেন। প্রায় ৭৬ হাজার ৫০০টি ঘর পানিতে ডুবেছে এবং ৬৩ হাজার ঘনমিটার ভূমিধসের ধ্বংসাবশেষ সড়কে পড়ে আছে। প্রায় দুই কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ল্যাম ডং প্রদেশে ৩,৯০০ হেক্টরের ফসল নষ্ট হয়েছে, হাজার হাজার গবাদিপশু ও পোলট্রি ফার্ম ডুবে গেছে এবং শত শত হেক্টর ধানক্ষেত, শাকসবজি ও জলজ ফার্ম ধ্বংস হয়েছে।
জাতীয় হাইড্রো-মেট্রোলজিক্যাল ফোরকাস্টিং সেন্টার জানিয়েছে, ৪ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। কিছু এলাকায় মোট বৃষ্টিপাত ৬০০ মিলিমিটারও ছাড়াতে পারে। হুয়ে, ডানাং ও কোয়াং নদীগুলো সর্বোচ্চ স্তরে পৌঁছে ধীরে ধীরে কমছে।
প্রধানমন্ত্রী ফাম মিন চিন প্রাদেশিক কর্মকর্তাদের উদ্ধারকাজ অব্যাহত রাখতে, আহতদের বিনামূল্যে চিকিৎসা দিতে এবং বিচ্ছিন্ন অঞ্চলে খাবার, পানি ও ঔষধ পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।
