জামায়াতের এটিএম মাছুম
নভেম্বরেই গণভোট দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৪, ৩ নভেম্বর ২০২৫
উঠান বৈঠকে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম। ছবি: সমাজকাল
জুলাই সনদকে ‘রাষ্ট্র সংস্কারের দলিল’ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন, `জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন হবে জুলাই আন্দোলনের শহীদ, আহত, পঙ্গু ও অন্ধত্ববরণকারীসহ লাখো জুলাই যোদ্ধার সঙ্গে প্রতারণা।‘
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, `জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে নভেম্বর মাসের মধ্যেই গণভোট দিতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো রেখে যেনতেন নির্বাচন দেশের ৫৪ বছরের সমস্যা সমাধানের পথ নয়।‘
সোমবার (৩ নভেম্বর) ঢাকার খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে দক্ষিণ বনশ্রী এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় সরকারের আচরণকে পক্ষপাতমূলক উল্লেখ করে এটিএম মাছুম আরও বলেন, `দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হতে হবে। তার আগে সরকারকে অবশ্যই সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিত করতে হবে।‘
নির্বাচন ব্যবস্থায় জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) পদ্ধতির দাবিও জানান তিনি।
মাছুম বলেন, `পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক শাসন টেকসই হবে না। জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সংসদের উভয় কক্ষে জনগণের রায়ের শতভাগ প্রতিফলন ঘটে।‘
উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ।
কবির আহমদ নির্বাচনি এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, এলাকা মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে সামাজিক সচেতনতা, মোটিভেশন ও প্রশিক্ষণভিত্তিক কর্মসংস্থান কর্মসূচি চালু করা হবে। তরুণ-যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি পারিবারিক বিরোধ ও সামাজিক অপরাধ কমাতে সামাজিক কাউন্সিল ও মধ্যস্থতা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
