মানিকগঞ্জের দুই আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, একটি আসন স্থগিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩০, ৩ নভেম্বর ২০২৫
						আফরোজা খান রিতা এবং মঈনুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে দুইটি থেকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঘোষিত দুইটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মঈনুল ইসলাম খান এবং মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন একই পরিষদের সদস্য আফরোজা খান রিতা।
রাজনৈতিক অঙ্গনে আফরোজা খান রিতা ও মঈনুল ইসলাম খান দুজনই বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের পরিচিত মুখ
