সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৭, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:০৯, ৩ নভেম্বর ২০২৫

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জেলে থাকা আসামিদেরও ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোটগ্রহণের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে থাকবেন—এর মধ্যে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আনসার, পুলিশ ও অন্যান্য সদস্য রয়েছেন।

“পূর্ববর্তী নির্বাচনে দায়িত্বে থাকা অনেকেই ভোট দিতে পারেননি। এবার আমরা ব্যবস্থা নিয়েছি যাতে দায়িত্বে থাকা সবাই ভোট দিতে পারেন। এজন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যেখানে রেজিস্ট্রেশনের পর তাদের ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন,” বলেন নাসির উদ্দিন।

সিইসি জানান, আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও বাংলাদেশের নাগরিক—তাদেরও ভোটাধিকার থেকে বঞ্চিত করা হবে না। এজন্য কারাগারে থাকা আসামিদের ভোটের সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি প্রবাসীরাও এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান তিনি।

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এই নির্বাচনকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, “আমি এই দায়িত্বকে রুটিন কাজ বা চাকরি হিসেবে নিইনি; এটা আমার কাছে একটি মিশন। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, সেই ভাবনাই আমার মূল প্রেরণা।”

তিনি আরও বলেন, “দেশ যখন সংকটময় সময় পার করছে, তখন আমাদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে কাজ করতে হবে—আউট অফ দ্য ওয়েতে গিয়ে।”

সিইসি নাসির উদ্দিন বলেন, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরাই সবচেয়ে বড় শক্তি।

“আগামী নির্বাচনে তাদের কাঁধে থাকবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব,” বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা