বিএনপির প্রার্থী তালিকায় কুমিল্লার চমক মনিরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩৭, ৩ নভেম্বর ২০২৫
						ছবি: সমাজকাল
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে কুমিল্লার একটি আসনে চমক দেখিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। তাকে কুমিল্লা-৬ আদর্শ সদর-সদর দক্ষিণ সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন। তার পরিবর্তে এবার গুরুত্বপূর্ণ এ আসনে ধানের শীষ নিয়ে গেলেন মনিরুল। 
কুমিল্লার রাজনীতিতে ইয়াছিনের শক্ত বলয় রয়েছে। তিনি একটি অংশের নেতৃত্বে রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
সম্প্রতি আসন পুনর্বিন্যাসে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাকে আদর্শ সদরের সঙ্গে সংযুক্ত করা হয়। এতে মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ আসন থেকে কুমিল্লা-৬ আসনের ভোটার হন। আসন পুনর্বিন্যাসের আগে কুমিল্লা-৬ আসনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেন কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তার আগে সাক্কু ঘোষণা করেছিলেন, তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হবেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
