প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৬, ৩ নভেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার (৩ নভেম্বর) সকালে ঢাকায় আনসার-ভিডিপির নিরাপত্তা প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ তথ্য জানান।
তিনি বলেন,“এই নির্বাচনে প্রবাসী ভোটাররা অনলাইনে নিবন্ধিত হয়ে নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে পারবেন। এটি বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নতুন অধ্যায়।”
সিইসি আরও জানান, নির্বাচনী হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এবার প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।
তিনি বলেন,“নির্বাচন কমিশন প্রযুক্তি ও প্রশাসনিক দিক থেকে প্রস্তুত। আনসার-ভিডিপির সদস্যরা ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে।”
নাসির উদ্দীন জানান, বিদেশে থাকা ভোটারদের জন্য বিশেষ সফটওয়্যার প্ল্যাটফর্ম ও ডাটাবেইস তৈরি করা হয়েছে, যাতে প্রবাসীরা সহজেই ভোটদানের প্রক্রিয়ায় যুক্ত হতে পারেন।
