জামালপুরের পাঁচ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:৩১, ৩ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নামও সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন। পরে দলের অফিসিয়াল প্যাডে লিখিতভাবে প্রার্থীদের নামও প্রকাশ করা হয়।
জামালপুরের সম্ভাব্য বিএনপি প্রার্থীরা
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ):
এম রশিদুজ্জামান মিল্লাত — কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-২ (ইসলামপুর):
সুলতান মাহমুদ বাবু — বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ):
মোস্তাফিজুর রহমান বাবুল — কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি।
জামালপুর-৪ (সরিষাবাড়ী):
ফরিদুল কবির শামীম তালুকদার — জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
জামালপুর-৫ (সদর উপজেলা):
শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন — বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতা বিবেচনায় এনে প্রার্থীদের বাছাই করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচনী কার্যক্রমের চূড়ান্ত নির্দেশনা ও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে দলের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে।
