দুই শফিককে দেখা যেতে পারে ঢাকা-১৫ আসনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২২, ৩ নভেম্বর ২০২৫
						শফিকুল ইসলাম খান মিল্টন ও ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। এই আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী দলের আমির ডা. শফিকুর রহমানের ভোট করার কথা রয়েছে।
সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাওয়া ভোটের লড়াইয়ে ঢাকা ১৫ আসনে দেখা যাবে দুই শফিককে।
শফিকুল মিল্টন ঢাকা মহানগরের যুবদল নেতা, যিনি বিএনপির সহযোগী এ সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
একাদশ সংসদ নির্বাচনে ২০১৮ সালে নিবন্ধন না থাকায় জোটের হয়ে বিএনপির প্রতীকেই জামায়াত নেতা শফিকুর এ আসনে নির্বাচনে অংশ নেন। তখন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের কাছে হেরে যান তিনি।
এবার সেই আসনে জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদের সঙ্গে লড়াইয়ে তরুণ এক নেতাকে বেছে নিল বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
