বাগদান সারলেন আল্লু সিরিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৯, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫১, ৩ নভেম্বর ২০২৫
বাগদানের সময় আল্লু সিরিশ এবং নয়নিকা। ছবি: ফেসবুক
শুক্রবার (৩১ অক্টোবর) দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছোটভাই, অভিনেতা আল্লু সিরিশ বাগদান সেরেছেন। হায়দরাবাদে আড়ম্বরপূর্ণ এক আয়োজনে প্রেমিকা নয়নিকা'র সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়।
এই সুন্দর মুহূর্তের একাধিক ঝলক সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন আল্লু সিরিশ। যেখানে, বর ঐতিহ্যবাহী সাদা শেরওয়ানিতে, আর কনে সেজেছিলেন লাল শাড়িতে। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন নবদম্পতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুর।

ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সিরিশ লিখেছেন, ‘অবশেষে আনন্দের সঙ্গে আমার প্রিয়তমার সাথে বাগদান সম্পন্ন হলো, নয়নিকা!’
সামাজিকমাধ্যমে অভিনেতার ছবিগুলো পোস্ট করার পরপরই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভরে যায় কমেন্ট বক্স।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন ও তার পরিবার এবং চিরঞ্জীবী ও তার পরিবারের সদস্যরা। এ ছাড়াও তারকা দম্পতি রামচরণ ও উপাসনা এবং বরুণ তেজ ও লাবণ্যকেও দেখা গেছে অনুষ্ঠানে।

ইনস্টাগ্রাম পোস্টে সিরিশ জানান, ২০২৩ সালের অক্টোবরে বরুণ-লাবণ্যর বিয়ে উপলক্ষে নিতিন ও শালিনী আয়োজিত এক অনুষ্ঠানে এসেছিলেন নয়নিকা। সেখানেই প্রথম সিরিশের সঙ্গে দেখা হয় নয়নিকা'র। সেই পরিচয় থেকেই এবার পরিণয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে ‘গৌরভম’ সিনেমার মধ্যদিয়ে সিনেপাড়ায় অভিষেক করেন আল্লু সিরিশ। এরপর ‘কথা জনতা’, ‘শ্রীরাস্তু শুভমাস্তু’, ‘ওক্কা ক্ষণম’ ও ‘উর্বসিভো রাক্ষসিভো’ নামের আরও বেশকিছু সিনেমায় তাকে দেখা গেছে। সবশেষ সিরিশ অভিনয় করেছেন অ্যাকশন-কমেডি ঘরানার ‘বাড্ডি’ চলচ্চিত্রে।
সূত্র: এনডিটিভি
