বৈশাখী টিভিতে নতুন ধারাবাহিক ‘মহল্লা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৯, ৩ নভেম্বর ২০২৫
পুরান ঢাকার ঐতিহ্য, হাস্যরস আর মানবিক গল্পে সাজানো নতুন ধারাবাহিক ‘মহল্লা’ শনিবার (১ নভেম্বর) থেকে প্রচার শুরু হয়েছে বৈশাখী টিভিতে। নাটকটি দেখা যাবে প্রতি শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে।
সময় বদলেছে, কিন্তু পুরান ঢাকার আবহ এখনো অমলিন। এখানকার বাসিন্দাদের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ—যার ফলে তৈরি হয়েছে মিশ্র সংস্কৃতি, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আবার কখনো সংঘাতও।
এই সব বাস্তব গল্পই ফুটে উঠবে নাট্যনির্মাতা ফরিদুল হাসানের নির্মিত দীর্ঘ ধারাবাহিক ‘মহল্লা’–য়। গল্প লিখেছেন বিদ্যুৎ রায়।
পরিচালক ফরিদুল হাসান বলেন—“এটি একটি মহল্লার ভালো-মন্দ, হাসি-কান্না, সম্পর্ক ও মানবতার গল্প। ব্যস্ত রাজধানীর জীবনে প্রতিবেশী মহল্লায় ঘটে যাওয়া নানা ঘটনাকে আমরা হাস্যরসের আবহে তুলে ধরেছি।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, মাসুদ মহিউদ্দিন, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা ও অনুভব মাহবুব প্রমুখ।
পুরান ঢাকায় আসা বিভিন্ন এলাকার মানুষ নিয়ে গড়ে ওঠে নানা সম্পর্ক ও দ্বন্দ্ব। কখনো বন্ধু হয় শত্রু, আবার শত্রুই হয়ে ওঠে বন্ধু। সময়ের পালাবদলে লোভ, ক্ষমতার অপব্যবহার, সংঘাত বা বিদ্বেষ নয়—শেষ পর্যন্ত জয় হয় মানবতার।
ধারাবাহিকে রয়েছে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান। গানটি গেয়েছেন মুহিন, যিনি নিজেই সুর ও সংগীত পরিচালনা করেছেন। কথাগুলো লিখেছেন বিদ্যুৎ রায়। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু, আর এতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।
