একাধিক এজেন্ডা নিয়ে চলছে বিসিবির বোর্ড সভা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৪, ৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটির দ্বিতীয় পূর্ণাঙ্গ বোর্ড সভা আজ সোমবার (৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়ে এখনো চলছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেনসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা উপস্থিত আছেন। বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব ভার নিয়ে সভায় যোগ দিয়েছেন রুবাবা দৌলা। সঙ্গে আছেন সংগীতশিল্পী আসিফ আকবর।
এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
সভার প্রধান আলোচ্য বিষয়গুলো হল-
১. আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুনির্দিষ্ট তারিখ ও আয়োজন পদ্ধতি ঠিক করা।
২. গত আসরের ফিক্সিং কাণ্ডে জমা পড়া তদন্ত প্রতিবেদন নিয়েও বিস্তারিত আলোচনা।
৩. আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি ও চূড়ান্ত সূচি নির্ধারণ।
৪. নারী ক্রিকেট দলের বিশ্বকাপ পারফরম্যান্স মূল্যায়ন এবং পুরুষ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স পর্যালোচনা।
৫. বোর্ডের বর্তমান সদস্যদের খেলোয়াড় ও দলের সার্বিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পরিকল্পনা।
৬. ক্রিকেটের সার্বিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে মতবিনিময়।
