ভারতকন্যারা বিশ্ব চ্যাম্পিয়ন, শেফালি-দীপ্তির ঝড়
প্রকাশ: ০১:১৮, ৩ নভেম্বর ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠেই আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ছবি: আইসিসি
অবশেষে ভারতের মেয়েরা ইতিহাস গড়ল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠেই আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জয়ী হলো ভারত।
ভারতের মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ৪৫.৩ ওভারে ২৪৬ রানে।
ভারী বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দুই ঘণ্টা দেরি হয়। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট বোলিং বেছে নেন। কিন্তু সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।
শেফালি বর্মা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওপেনার স্মৃতি মান্ধানার সঙ্গে শতরানের জুটি গড়েন তিনি। ৪৯ বলে অর্ধশতরান করে ২১ বছর বয়সে নতুন ইতিহাস গড়েন শেফালি—পুরুষ ও নারী উভয় ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালের সর্বকনিষ্ঠ ভারতীয় ওপেনার হিসেবে অর্ধশতরান।
শেফালির খেলা ছিল চোখধাঁধানো। ৭৮ বলে ৮৭ রানের ইনিংসে তিনি তুলে ধরেন শক্তিশালী শুরু। অপর ওপেনার মান্ধানা করেন ৪৫ রান। মাঝের সারিতে হরমনপ্রীত কৌর ও জেমাইমা রদ্রিগেজ রান না পেলেও দীপ্তি শর্মা ও রিচা ঘোষ জুটি সামলান ইনিংস।
রিচার ২৪ বলে ৩৪ আর দীপ্তির ধৈর্যশীল ৫৮ রানে ভারতের রান থামে ২৯৮-এ।
রান তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল ভয়ঙ্কর। ওপেনার উলভার্ট ও তাজমিন ব্রিটস দ্রুত রান তুলছিলেন। কিন্তু আমনজ্যোৎ কৌরের সরাসরি থ্রোয়ে ব্রিটস রান আউট হওয়ার পর ভারত ঘুরে দাঁড়ায়।
এরপর ভারতীয় ফিল্ডারদের ঝাঁপিয়ে পড়া ও নিখুঁত থ্রোয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভেঙে পড়ে। উলভার্ট একাই লড়াই করে শতরান করলেও জেতাতে পারেননি দলকে।
দীপ্তি, রেনুকা সিং ও রাজেশ্বরী গায়কোয়াড় মিলিয়ে ভাগ করে নেন দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট।
দীর্ঘদিন ধরেই “চ্যাম্পিয়ন হতে পারছে না ভারতীয় মেয়েরা”—এই আক্ষেপ ঘুরে বেড়াচ্ছিল ক্রিকেট মহলে। এবার সেই অভিশাপ কাটল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় নারী দল পেল প্রথম ওয়ানডে বিশ্বকাপ ট্রফি।
ম্যাচ শেষে শেফালি বর্মাকে কোলে তুলে উল্লাসে মাতলেন অধিনায়ক। ড্রেসিংরুমে উচ্ছ্বাসে ভেসে গেল ভারতীয় ক্রিকেট পরিবার।
ম্যাচের সংক্ষেপ
ভারত: ওভারে ৭ উইকেটে ২৯৮ (শেফালি ৮৭, দীপ্তি ৫৮, রিচা ৩৪)
দক্ষিণ আফ্রিকা: ৪৫.৩ ওভারে ২৪৬ (উলভার্ট ১০১, রাজেশ্বরী ৩/৪৬, দীপ্তি ২/৩৯)
ফল: ভারত জয়ী ৫২ রানে
ম্যাচসেরা: শেফালি বর্মা
