আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্যাপন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৩, ২ নভেম্বর ২০২৫
ক্রিশ্চিয়ানো রোনালদো / ফাইল ছবি
সৌদি প্রো লিগে আবারও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে অপরাজিত ধারা ধরে রাখতে শনিবার রাতে আল ফেইহার বিপক্ষে জোড়া গোল করে দলকে ২–১ ব্যবধানে জয় এনে দেন এই পর্তুগিজ মহাতারকা।
আল–আউয়াল পার্কে পেনাল্টি থেকে প্রথম গোল করার পর রোনালদো এবার নতুনভাবে উদ্যাপন করেন। মাঠের বাঁ দিকের কোণায় গিয়ে দুই হাত ছুড়ে দিয়ে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তিনি—সঙ্গে ছন্দ মিলিয়ে সতীর্থরাও যোগ দেন। সতীর্থ সালিম আল–নাজদি আনন্দে লাফিয়ে রোনালদোর ঘাড়ে উঠে যান, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান মাটিতে। উদ্যাপন আরও জমে ওঠে, যখন জোয়াও ফেলিক্স রোনালদোর মাথায় ব্যান্ড জাতীয় অলংকার পরিয়ে দেন এবং পুরো দল একসঙ্গে নাচতে থাকে।
ম্যাচের ১৩ মিনিটেই ফেইহা এগিয়ে যায় জ্যাসনের গোলে। সাত মিনিট পর সমতায় ফেরে আল নাসর, যদিও ভিএআর রিভিউয়ে অফসাইড ধরা পড়ে ও গোলটি বাতিল হয়। অবশেষে ৩৭ মিনিটে কিংসলে কোম্যানের নিখুঁত অ্যাসিস্ট থেকে সমতা আনেন রোনালদো।
যোগ করা সময়ের ১১৫ মিনিটে আল নাসর পায় পেনাল্টি। সেখান থেকে নির্ভুল শটে রোনালদো করেন নিজের ক্যারিয়ারের ৯৫২তম গোল। চলতি লিগে এটি তার অষ্টম গোল, ফেলিক্স ও জশুয়া কিং করেছেন নয়টি করে।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল–তাওয়ানের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে উন্নীত করেছে আল নাসর। ৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২১—অর্থাৎ শতভাগ জয়ের রেকর্ড, নেই কোনো ড্র বা হার।
রোনালদোর গোলের পরের সেই ‘নাচের উদ্যাপন’ এখন সৌদি লিগের নতুন ট্রেন্ডে পরিণত হচ্ছে।
