দেশীয় ফ্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৩:৫৩, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১০, ২ নভেম্বর ২০২৫
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ছবি: সংগৃহীত
ফ্যাশন এবং স্টাইলিশ লুকের জন্য সবসময় বিদেশী ব্র্যান্ডের পন্য ব্যবহার করতে হবে ঠিক তা না। দেশীয় পোশাক বা পণ্যের মাধ্যমেও নিজেকে আকর্ষণীয় লুকে জাহির করা যায়। ঠিক সেই কাজটিই করেছেন একটি দেশের প্রধানমন্ত্রী। তার দেশীয় ফ্যাশনেবল হ্যান্ডব্যাগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছেন ভাইরাল।
সানায়ে তাকাইচি হলেন জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সম্প্রতি তার ব্যবহার করা হ্যান্ডব্যাগটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ১৪৫ বছরের পুরনো চামড়াজাত পণ্য প্রস্তুতকারক ‘হামানো ইনকর্পোরেটেড' এই ব্যাগটি তৈরি করে বেশ আলোচিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সাউথ মর্নিং চায়নার প্রতিবেদন থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সবসময়ই ‘গ্রেস ডিলাইট টোট’ ব্যাগটি ব্যবহার করেন। সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি ব্যাগটির ওজন মাত্র ৭০০ গ্রাম। ফ্যাশন, সৌন্দর্য এবং ব্যবহারিকতার ভারসাম্য বজায় রেখেই ডিজাইন করা হয়েছে ব্যাগটি। ৮৯৫ ডলারের এই ব্যাগটি কেনার জন্য বর্তমানে হামানোতে জমা পড়েছে প্রচুর অর্ডার।
আকর্ষণীয় ডিজাইন এবং ব্যবহারে আরাম এই ব্যাগের রয়েছে রঙের বৈচিত্র। কালো, ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, স্কারলেট অরেঞ্জ, নেভী, আইভরি এবং রেড রঙের ব্যাগের বাহার রয়েছে কোম্পানির কালেকশনে।

কোম্পানির ওয়েবসাইট সূত্রে জানা যায়, অর্ডারের চাপের কারণে আগামী এপ্রিলের শেষ পর্যন্ত পণ্য সরবরাহে বিলম্ব হতে পারে। তারা গ্রাহকদেরকে অপেক্ষায় রাখার জন্য ক্ষমা চেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, 'প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি'র এই অপ্রচলিত পছন্দ পেশাদার নারীদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করছে।' টোকিওর আওয়ামা গাকুইন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর কাওরি নাকানো বলেন, ‘ব্যাগটি ব্যবস্থাপক ও পেশাজীবী নারীদের জন্য ফ্যাশনেবল, নির্ভরযোগ্য এবং আরামদায়ক হওয়ায় বেশ পছন্দের। একই মানের বিদেশী অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এটি তুলনামূলক সাশ্রয়ী।’
তাকাইচি প্রায়ই জাপানি ডিজাইনার জুন আশিদা'র পোশাকও পরেন। প্রফেসর নাকানো আরও বলেন, ‘জাপানিজ পোশাক ও দেশীয় ব্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রী তার দেশপ্রেম এবং জাপানিজ শিল্পের প্রতি সমর্থনের বার্তা দিচ্ছেন। এটি ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে।'
দেশীয় পন্য এবং দেশীয় ফ্যাশনের প্রচলনে প্রধানমন্ত্রীই অগ্রণী ভূমিকা পালন করছেন। দেশ এবং দেশীয় সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে।
