২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:১৬, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫৯, ১ নভেম্বর ২০২৫
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে—নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত। শনিবার (১ নভেম্বর) বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেস্ট ফরম্যাটে শান্তর নেতৃত্বে আস্থা রাখছে বোর্ড।
২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডে অধিনায়কত্বে বাদ পড়া নিয়ে কিছুটা মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও, পুনরায় টেস্ট নেতৃত্ব ফিরে পাওয়াকে নিজের ক্রিকেট জীবনের ‘সবচেয়ে বড় গর্ব’ বলে উল্লেখ করেছেন শান্ত।
তিনি বলেন, “বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে, তার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “শান্তর নেতৃত্বে দল যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে।”
গত জুনে কলম্বো টেস্টের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়লেও, এবার আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি আবারও শান্তর ওপর আস্থা রাখল। আলোচনার পর শান্তও নতুন টেস্ট চক্রে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি যোগ করেন, “আমাদের দলে অনেক মেধাবী ও সম্ভাবনাময় ক্রিকেটার আছে। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আমরা নতুন চক্র শুরু করতে মুখিয়ে আছি।”
