শাটডাউনে খাদ্য সহায়তা বন্ধ নয়, ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:২৩, ২ নভেম্বর ২০২৫
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যেও নিম্নআয়ের জনগণের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু রাখতে নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল আদালত। শনিবার দুই বিচারকের দেওয়া রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লাখ) আমেরিকানের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা বন্ধ রাখতে পারবে না।
রায়ে আরও উল্লেখ করা হয়, সরকারকে জরুরি তহবিল ব্যবহার করে সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি (SNAP) অর্থাৎ “সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম” চালু রাখতে হবে, যাতে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো খাদ্য সংকটে না পড়ে।
কিন্তু এই রায়ে সন্তুষ্ট নন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, আদালত সরকারের কার্যক্রমে অযথা হস্তক্ষেপ করছে। তাঁর ভাষায়, “আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পেলেও ততক্ষণে দেরি হয়ে গেছে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল শাটডাউন একাধিক খাতে অচলাবস্থা সৃষ্টি করেছে—কর্মচারী বেতন, প্রশাসনিক কার্যক্রম, এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পও স্থবির হয়ে পড়েছে। তবে আদালতের এই রায় অন্তত লক্ষ লক্ষ নিম্নআয়ের পরিবারের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে।
সূত্র: বিবিসি
