পঞ্চম গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮:৫৭, ২ নভেম্বর ২০২৫
উত্তর কোরিয়ার গতিবিধিতে নজরদারির সক্ষমতা বাড়াতে নিজস্ব পঞ্চম সামরিক গুপ্তচর স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।
রবিবার (২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্সের ‘ফ্যালকন-৯’ রকেটে করে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
উৎক্ষেপিত সিন্থেটিক অ্যাপারচার রাডার (এসএআর) স্যাটেলাইটটি দেশের সামরিক গোয়েন্দা কর্মসূচির পঞ্চম ও শেষ স্যাটেলাইট। এ বছরের মধ্যেই পাঁচটি নজরদারি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা নিয়েছিল দক্ষিণ কোরিয়া। এর মাধ্যমে উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের উপগ্রহ তথ্যের ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাঁচটি গুপ্তচর স্যাটেলাইট একত্রে কাজ করলে উত্তর কোরিয়ার উসকানির যে কোনো ইঙ্গিত আরও দ্রুত ও নিখুঁতভাবে শনাক্ত করা যাবে। এতে প্রতি দুই ঘণ্টা অন্তর উত্তর কোরিয়াকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া প্রথম গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যাতে উচ্চ রেজোলিউশনের ইলেক্ট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড সেন্সর ছিল। এরপর ধারাবাহিকভাবে আরও তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যেগুলোর প্রত্যেকটিতে এসএআর সেন্সর সংযোজন করা হয়। এসব সেন্সরের মাধ্যমে যেকোনো আবহাওয়ায় তথ্য সংগ্রহ করা সম্ভব।
নতুন স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে পৌঁছানোর মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক নজরদারি সক্ষমতা আরও একধাপ উন্নত হয়েছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
