ধূমপানমুক্ত প্রজন্ম গড়ছে মালদ্বীপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:০৭, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৮, ২ নভেম্বর ২০২৫
মালদ্বীপে ধুমপানমুক্ত করার ফেসবুক প্রচারণা
মালদ্বীপ ইতিহাস সৃষ্টি করেছে এক অনন্য সিদ্ধান্তের মধ্য দিয়ে। দেশটির সরকার ঘোষণা দিয়েছে—২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আর কখনোই ধূমপান করতে পারবে না। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন আইন মালদ্বীপকে করেছে বিশ্বের প্রথম দেশ, যারা প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য ‘জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলা’। নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য কিনতে, বিক্রি করতে বা ব্যবহার করতে পারবেন না।
১ হাজার ১৯১টি ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত পর্যটননির্ভর মালদ্বীপে এই নিষেধাজ্ঞা শুধু নাগরিকদের জন্য নয়, পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিক্রেতাদের বাধ্যতামূলকভাবে ক্রেতাদের বয়স যাচাই করে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আইন ভঙ্গ করলে কঠোর জরিমানা ধার্য করা হয়েছে—অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি করলে ৫০ হাজার রুফিয়া (প্রায় ৩ হাজার ২০০ মার্কিন ডলার) এবং ভ্যাপিং ডিভাইস ব্যবহার করলে ৫ হাজার রুফিয়া (প্রায় ৩২০ ডলার)।
শুধু ধূমপান নয়, ই-সিগারেট ও ভ্যাপিং পণ্যের আমদানি, বিক্রি, বিতরণ, মালিকানা এবং ব্যবহার—সবই নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান বয়স নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য।
ব্রিটেনে অনুরূপ প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞার প্রস্তাব এখনও পার্লামেন্টের প্রক্রিয়ায় রয়েছে। আর নিউজিল্যান্ডে এমন আইন কার্যকর হলেও ২০২৩ সালে তা বাতিল করা হয়। ফলে মালদ্বীপই এখন বিশ্বের একমাত্র দেশ, যারা বাস্তবিকভাবে ধূমপানমুক্ত প্রজন্ম গড়ার পথে এগিয়ে গেছে।
