সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

গ্ৰাম শহর অলিগলি, জিতবে এবার শাপলা কলি : সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৪০, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৫০, ২ নভেম্বর ২০২৫

গ্ৰাম শহর অলিগলি, জিতবে এবার শাপলা কলি : সারজিস

সারজিস আলম। ছবি: ফেসবুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচনী স্লোগান দিয়েছেন।

রবিবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন—“গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি।”

এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, যেখানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক সাড়া দিয়েছেন।

এর আগে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী জানান, দলটি আসন্ন নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকেই লড়বে।

বিকেল সোয়া ৩টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সঙ্গে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি-দল বৈঠকে বসে।

দলে ছিলেন যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম-সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন,“জনতার কাছে ‘শাপলা’ প্রতীক ইতোমধ্যে প্রতিষ্ঠিত। এখন এর সঙ্গে ‘কলি’ যুক্ত হওয়ায় আরও প্রাণবন্ত হচ্ছে আমাদের প্রতীক। আমরা চাই ইসি দ্রুত আমাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুক।”

এনসিপি নেতার দাবি, বিএনপির ধানের শীষ ও তাদের শাপলা কলি-র মধ্যে আগামী নির্বাচনে হবে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

তিনি বলেন,“বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। কেউ যেন প্রতীক বিক্রির রাজনীতি না করে—এ ব্যাপারে আমরা ইসিকে সতর্ক করেছি। প্রতীক কোনো বাণিজ্যের বস্তু হতে পারে না।”

জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের একটি অংশের নেতৃত্বে গঠিত এই দলটিকে সম্প্রতি ইসি নিবন্ধনের প্রক্রিয়ায় যুক্ত করেছে।

প্রথমে কমিশন ৫০টি প্রতীকের মধ্যে বেগুন, বেলুন ইত্যাদি মার্কা প্রস্তাব করলেও, এনসিপি জানায় তারা “শাপলা ছাড়া নিবন্ধন নেবে না।”

শেষ পর্যন্ত নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ইসি ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করে।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন,“আমরা শাপলার কথাই বলছি, কিন্তু ইসির স্বেচ্ছাচারী আচরণের ব্যাখ্যা এখনো পাইনি। তবে বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। এখন সময় এসেছে মাঠে নামার—আমরা ইনশাআল্লাহ ‘শাপলা কলি’ নিয়েই নির্বাচনে যাচ্ছি।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা