অক্টোবরে রেমিট্যান্স এসেছে ৩১ হাজার ২৭৩ কোটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:১৬, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৯, ২ নভেম্বর ২০২৫
প্রবাসী রেমিট্যান্স। ছবি: সংগৃহীত
চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২.৫৬ বিলিয়ন বা ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই মাসের তুলনায় ৭ শতাংশ বেশি। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩১ হাজার ২৭৩ কোটি টাকা।
রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২৪০ কোটি ডলার। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২৪ কোটি ডলার বেশি।
ব্যাংক কর্মকর্তাদের মতে, দেশের ডলার মার্কেট বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর প্রবণতা কমে আসায় প্রবাসীরা এখন ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বেশি আগ্রহী।
বর্তমানে ব্যাংকগুলোতে প্রাপ্ত রেমিট্যান্স রেট খোলা বাজারের ডলারের মূল্যের কাছাকাছি, ফলে প্রবাসীরা নিরাপদ ও বৈধ ব্যাংকিং চ্যানেল বেছে নিচ্ছেন।
এক ব্যাংক কর্মকর্তা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক বছর ধরে প্রতি মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স আসছে, যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।”
অর্থনীতিবিদরা বলছেন, নিয়মিত রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
