সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১৩, ২ নভেম্বর ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার

ছবি: গার্ডয়ান লাইফ ইন্সুরেন্স

বাংলাদেশ সরকারের উদ্যোগে চলমান “তারুণ্যের উৎসব: গ্রাহক সেবা পক্ষ ২০২৫”-এর অংশ হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সেমিনার “তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা”।

এই সেমিনারটি আয়োজন করে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম তরুণদের বীমা শিল্পে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন,“বাংলাদেশের বীমা খাত দ্রুত বিকাশমান। আমাদের তরুণ প্রজন্ম যদি এই খাতে আগ্রহী হয়, তারা উদ্যোক্তা, পেশাজীবী ও সচেতন নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে।”

আইডিআরএ’র সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) বলেন,“বীমা শুধু আর্থিক সুরক্ষাই নয়, এটি অর্থনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। তরুণদের সচেতন করাই ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি সমাজ গঠনের পথ তৈরি করবে।”

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ বলেন,“জীবনের অনিশ্চয়তার মাঝে বীমা এক দৃঢ় আর্থিক সহায়। এটি ভবিষ্যতের নিশ্চয়তা দেয় এবং তরুণদের জন্য নিরাপদ জীবন পরিকল্পনার মূলভিত্তি।”

ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি যোগ করেন,“শিক্ষার্থীরা যদি এখন থেকেই আর্থিক সচেতনতা ও পরিকল্পনা শেখে, তাহলে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বীমা কোম্পানির কার্যক্রম, বিভিন্ন পলিসির সুবিধা এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে সরাসরি ধারণা পায়। ইন্টারঅ্যাকটিভ আলোচনায় তারা বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় করে।

আইডিআরএ, গার্ডিয়ান লাইফ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বীমা সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও বীমা শিল্পের টেকসই উন্নয়নের পথ আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা