রিটার্ন দাখিলের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০, ৩১ অক্টোবর ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযুক্তিগত জটিলতা ও নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি। তাদের সুবিধার্থে এনবিআর সময়সীমা কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ অক্টোবর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন ১৫ নভেম্বর পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। যারা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করে কাগজপত্রভিত্তিক (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, রিটার্ন দাখিলে অনলাইন ব্যবস্থার ব্যবহার দিন দিন বাড়ছে, তবে অনেক করদাতা এখনো ডিজিটাল প্রক্রিয়ায় অভ্যস্ত নন। এ কারণে কেউ কেউ নিবন্ধন বা লগইন সংক্রান্ত সমস্যার মুখে পড়ছেন। এসব সমস্যার সমাধান ও সেবা গ্রহণ সহজ করতে করদাতাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর অনলাইনে রিটার্ন জমার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। সময়সীমা বাড়ানোয় আরও কয়েক লাখ করদাতা রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
এনবিআর বলছে, সময়সীমা বাড়ানো হলেও করদাতাদের শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব রিটার্ন দাখিলের আহ্বান জানানো হয়েছে। কারণ, শেষ সময়ে সার্ভার জটিলতা বা আবেদন অনুমোদনের বিলম্বে অনেকেই সমস্যায় পড়তে পারেন।
কর বিশেষজ্ঞরা মনে করেন, অনলাইন রিটার্ন ব্যবস্থার সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ। তাদের মতে, অনলাইন রিটার্নে আগ্রহ বাড়ছে, তবে সেবার গতি ও প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করা জরুরি।
রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোয় করদাতাদের স্বস্তি ফিরলেও এনবিআর বলছে, ভবিষ্যতে সময়সীমা নির্ভরতা কমিয়ে অনলাইন সেবা পুরোপুরি কার্যকর করার দিকে জোর দেওয়া হবে। করদাতাদেরও এখন থেকেই ডিজিটাল প্রক্রিয়ায় রিটার্ন দাখিলের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
