বিশ্ব সঞ্চয় দিবস: অর্থনৈতিক সচেতনতার আহ্বান
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ১৫:০২, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									৩১ অক্টোবর পালিত হয় বিশ্ব সঞ্চয় দিবস। ১৯২৪ সালে ইতালির মিলানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে প্রথমবারের মতো এই দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। মূল উদ্দেশ্য ছিল মানুষকে সঞ্চয়ের অভ্যাসে উদ্বুদ্ধ করা এবং অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সঞ্চয় আপনাকে একটি উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুত করে।’
বর্তমান অনিশ্চিত অর্থনৈতিক বাস্তবতায় সঞ্চয়ের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। বৈশ্বিক মন্দা, মূল্যস্ফীতি কিংবা কর্মসংস্থানের অনিশ্চয়তা, এসবের মধ্যে পরিকল্পিত সঞ্চয়ই পারে মানুষকে স্থিতিশীল রাখতে।
বিশেষজ্ঞরা বলেন, ছোট আয়ের মানুষও সামান্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে দীর্ঘ মেয়াদে তা বড় সহায়তা হয়ে দাঁড়ায়। সঞ্চয় কেবল ভবিষ্যতের নিরাপত্তাই দেয় না, বরং আর্থিক আত্মনির্ভরতার পথও উন্মুক্ত করে।
বাংলাদেশে এখন বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডাকঘর সঞ্চয়মুখী কর্মকাণ্ড পরিচালনা করছে। সরকারও সঞ্চয়পত্রের মাধ্যমে নাগরিকদের সঞ্চয়ে উৎসাহিত করছে। প্রযুক্তির যুগে মোবাইল ব্যাংকিং, অনলাইন সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেটসহ সবকিছুই সঞ্চয়কে সহজ করেছে। তবে সঞ্চয়ের পাশাপাশি সচেতন বিনিয়োগও জরুরি।
বিশ্ব সঞ্চয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যতের নিরাপত্তা আজকের পরিকল্পনার ওপর নির্ভর করে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার বিষয়টিই পারে অর্থনৈতিক স্বস্তি ও সামাজিক স্থিতিশীলতা আনতে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													