জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭:১২, ৩১ অক্টোবর ২০২৫
 
						মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ছবি: এবিসি নিউজ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, তার স্ত্রী ঊষা ভান্স একদিন খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হবেন— এমনটাই তার আন্তরিক আশা। ভারতীয় বংশোদ্ভূত ঊষা হিন্দু পরিবারে বড় হলেও বর্তমানে কোনো ধর্মবিশ্বাসে যুক্ত নন।
বুধবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় এক অনুষ্ঠানে জেডি ভান্সকে প্রশ্ন করা হয়— তিনি কি চান, তার স্ত্রী খ্রিষ্টান ধর্ম গ্রহণ করুন?
জবাবে ভান্স বলেন,“বেশিরভাগ রোববারই ঊষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি ওকে বলেছি, আজ আবারও বলছি— আমি মনেপ্রাণে চাই, আমার মতো সেও একদিন খ্রিষ্টান ধর্মের বিশ্বাসে অনুপ্রাণিত হোক। কারণ আমি খ্রিষ্টান ধর্মের মূল বিশ্বাসে আস্থা রাখি এবং আশা করি আমার স্ত্রীও ধীরে ধীরে সেই বিশ্বাসে আসবে।”
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, স্ত্রীর ধর্মবিশ্বাস তার ব্যক্তিগত জীবনে কোনো বিরূপ প্রভাব ফেলছে না। “ঈশ্বর বলেছেন, ধর্ম বিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তাই ঊষা যদি খ্রিষ্টান না-ও হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই,”— বলেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে জেডি ভান্স ক্যাথলিক খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হন। তাঁর স্ত্রী ঊষা বর্তমানে নাস্তিক হলেও, তাদের সন্তানদের খ্রিষ্টান ধর্মাবলম্বী হিসেবে বড় করা হচ্ছে। সন্তানরা পড়ছে খ্রিষ্টান স্কুলে এবং নিয়মিত গির্জার কার্যক্রমে অংশ নেয়।
ভান্সের এই মন্তব্য যুক্তরাষ্ট্রে ধর্ম ও পরিবারে বিশ্বাসের স্বাধীনতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আন্তঃধর্মীয় পারিবারিক সহিষ্ণুতার এক ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													