টি-টোয়েন্টি সিরিজ
বাবর আজমের বিশ্বরেকর্ড, দ.আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২:১৫, ১ নভেম্বর ২০২৫
লাহোরে শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাবর আজমের দল।
শুধু দলীয় সাফল্য নয়, ব্যক্তিগতভাবেও ইতিহাস গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ম্যাচে অপরাজিত ১১ রানে ইনিংস শেষ করেন তিনি। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার মোট রান দাঁড়ায় ৪ হাজার ২৩৪। এতে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন বাবর। রোহিত শর্মার মোট রান ৪ হাজার ২৩১ রান।
জয়ের পথে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার সাইম আয়ুব। ৩৮ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ১১০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান ৪১ বল হাতে রেখে সহজ জয় পায়।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৯.২ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ নেন ৪ উইকেট মাত্র ২৩ রানে। তাকে ভালো সহায়তা দেন সালমান মির্জা, যিনি ১৪ রানে শিকার করেন ৩ উইকেট।
সফরকারীদের পক্ষে কেবল ডেওয়াল্ড ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়েন—১৬ বলে করেন ২৫ রান। বাকি ব্যাটাররা পাকিস্তানের আগ্রাসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি।
চলতি সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। তবে লাহোরে এই দাপুটে জয়ে তারা সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে।
