শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

ক্রিকেট মাঠ থেকে মন্ত্রিসভায়

তেলেঙ্গানার নতুন মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৪, ১ নভেম্বর ২০২৫

তেলেঙ্গানার নতুন মন্ত্রী  মোহাম্মদ আজহারউদ্দিন

ছিলেন ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার, অধিনায়ক এবং পরে সংসদ সদস্য। এবার সেই ক্রীড়াঙ্গনের কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিন যুক্ত হলেন রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ে। শুক্রবার (৩১ অক্টোবর) তেলেঙ্গানার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার কাছে শপথ নেন তিনি। কংগ্রেস সরকারের নতুন মন্ত্রী হিসেবে আজহারউদ্দিনের এই শপথ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে তিনি কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শপথ শেষে আবেগঘন কণ্ঠে আজহার বলেন, “জাতীয় দলের জার্সিতে আমার অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ তারিখ—মনে হচ্ছে জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ হলো।”

ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় দলের অধিনায়ক রাজ্য মন্ত্রী হলেন। আগস্টে আজহারউদ্দিনকে তেলেঙ্গানার বিধান পরিষদে মনোনীত করা হয়েছিল, তখনই জল্পনা ওঠে তাঁর মন্ত্রিত্ব নিয়ে। শুক্রবার সেই জল্পনাই সত্য হলো।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজহারকে মন্ত্রী করে কংগ্রেস এক ঢিলে কয়েক পাখি মারল। তেলেঙ্গানার ক্যাবিনেটে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ঘাটতি পূরণ হলো তাঁর মাধ্যমে। একই সঙ্গে হায়দরাবাদের জনপ্রিয় মুখ হিসেবে আজহার শহরাঞ্চলের ভোটারদের কাছেও কংগ্রেসের গ্রহণযোগ্যতা বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া সামনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুবিলি হিলস কেন্দ্রের উপনির্বাচন, যেখানে আগে পরাজিত হয়েছিলেন আজহার। রাজনৈতিক মহলের মতে, মুসলিম ভোটারদের (যাঁদের অনুপাত প্রায় ২২ শতাংশ) সমর্থন টানতেই কংগ্রেস তাঁকে ক্যাবিনেটে এনেছে। অন্যদিকে, বিজেপি বলছে, কংগ্রেস “তোষণের রাজনীতি” করছে ভোটের আগে মুসলিম মুখকে সামনে এনে।

যেভাবেই দেখা হোক, একদা ক্রিকেট মাঠে শতরান আর অধিনায়কত্বে যিনি ভারতের গৌরব বাড়িয়েছেন, সেই মোহাম্মদ আজহারউদ্দিন এখন রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করলেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন