রোমারিওর হ্যাটট্রিক, হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬:১৬, ১ নভেম্বর ২০২৫
বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলো এক করুণ পরিণতিতে। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ ম্যাচেও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি টাইগাররা। রোমারিও শেফার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকের সামনে ব্যাটারদের ব্যর্থতায় ধসে পড়ে লাল-সবুজরা। ১৫১ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারেই ছুঁয়ে ফেলে, ফলে ৩-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশের।
শেফার্ডের হ্যাটট্রিকে টাইগারদের ধস
টস জিতে আগে ব্যাট করে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষের দিকে ভয়াবহ বিপর্যয় নেমে আসে—১৫তম ওভার থেকে শেষ পর্যন্ত ৮ উইকেট পড়ে মাত্র ৪৪ রানে। রোমারিও শেফার্ডের ধারাবাহিক তিন উইকেটে ম্যাচের মোড় ঘুরে যায়। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি জানতামই না যে হ্যাটট্রিক হয়েছে, জেসন হোল্ডার বলার পর বুঝতে পারি।”
ব্যাটে একা তানজিদ হাসান তামিম
বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম একাই লড়াই করেন। ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় তার ৮৯ রানের ইনিংস দলকে লড়াইয়ে রাখে। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর গড়া হয়নি। সাইফ হাসান ২৩ রানের সহায়তা দেন, বাকিদের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
অগাস্ট-চেজের জুটি জয় নিশ্চিত করে
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে বিপর্যয়ে পড়লেও আকিম অগাস্ট (২৫ বলে ৫০) ও রোস্টন চেজ (২৯ বলে ৫০) মিলে ৯১ রানের দারুণ জুটি গড়েন। বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন দুজনকে ফেরালেও ততক্ষণে ম্যাচ হাতছাড়া। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের পুনর্জন্ম
এই সিরিজজয় ওয়েস্ট ইন্ডিজের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে তারা টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছিল। শেফার্ডের এই হ্যাটট্রিক ক্যারিবীয়দের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, আর বাংলাদেশের জন্য এটি এক কঠিন শিক্ষা—স্থিরতা ও দৃঢ়তার অভাবে আবারও ব্যর্থ হলো ব্যাটিং ইউনিট।
