ভিনির সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গেছে: শাবি আলনসো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:৩৪, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৫, ১ নভেম্বর ২০২৫
 
						রিয়াল মাদ্রিদ কোচ শাবি আলনসো। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কোচ শাবি আলনসোর দ্বন্দ্ব নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা। তবে অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে কোচ আলনসো জানালেন—“সবকিছু এখন ঠিক আছে।”
গত ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এল ক্লাসিকোয় ঘটনাটি ঘটে। ম্যাচের ৭২ মিনিটে বদলি বোর্ডে নিজের নাম দেখে বিস্মিত হন ভিনিসিউস জুনিয়র। মাঠ ছাড়ার সময় হাত ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এই ব্রাজিলিয়ান তারকা। রাগের চোটে টাচলাইনে দাঁড়িয়ে থাকা কোচ শাবির দিকে তাকানওনি, এমনকি নিয়মমাফিক হাই-ফাইভ করাও এড়িয়ে যান। সোজা টানেলের দিকে চলে যান তিনি।
এই ঘটনার পর থেকেই গুঞ্জন শুরু হয়—ভিনিসিউস নাকি রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা ভাবছেন! পরবর্তীতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ভিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ কোচ আলনসো জানিয়েছিলেন, “আমি ভিনির সঙ্গে কথা বলব।” অবশেষে বুধবার সেই বৈঠক হয়। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার কোচ বলেন—“দুই দিনের বিশ্রামের পর আমরা সবাই বসেছিলাম। ভিনি হৃদয় থেকে কথা বলেছে, আন্তরিক ছিল। আমি সন্তুষ্ট, আর আমার কাছে বিষয়টা তখনই শেষ হয়ে যায়।”
ভিনিসিউসের ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে কোচ আরও বলেন, “যদিও সে প্রকাশ্যে আমার নাম নেয়নি, তবু তার বার্তা ছিল আন্তরিক ও ইতিবাচক। সততা ও দলের প্রতি দায়বদ্ধতা—এই দুটোই আমি সবচেয়ে বেশি মূল্য দিই।”
আলনসোর মন্তব্যে বোঝা যাচ্ছে, ভিনি-শাবি দ্বন্দ্ব এখন অতীত। দলে কোনো শীতলতা নেই, বরং আগের চেয়েও ঐক্যবদ্ধ পরিবেশে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ।
আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিউসকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ। এর মাধ্যমে মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই শান্তির বার্তা পাঠাল লস ব্লাঙ্কোস শিবির।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													