শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নতুন একাদশ!

বাদ জাকের, ফিরছেন সোহান ও মেহেদী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪:০৭, ৩১ অক্টোবর ২০২৫

বাদ জাকের, ফিরছেন সোহান ও মেহেদী

বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে। যে ফরম্যাটই হোক, ধারাবাহিক পারফরম্যান্সের অভাব যেন পুরোনো ব্যাধির মতো লেগেই আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি–টোয়েন্টি সিরিজেও একই চিত্র। 

বোলাররা লড়াইয়ে রাখলেও, ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত সিরিজ হার নিশ্চিত হয়েছে লিটন দাসের দলের। 

আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে নামবে বাংলাদেশ—হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে।

মিরপুরের ধীরগতির স্পিন-নির্ভর উইকেট পেছনে ফেলে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক পরিবেশেও নিজেদের ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। 

প্রথম দুই ম্যাচের হারে ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে পুরোপুরি। ফলে শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

গত ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলি অনিকের জায়গা এবার হারাতে পারেন। ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারায় তাকে একাদশ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা প্রবল। তার জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। 

ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ শামীম পাটোয়ারীর জায়গায় ফিরছেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান।

বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিয়মিত খেলার চাপে ক্লান্ত তাসকিন আহমেদকে বিশ্রাম দিতে পারে দল ব্যবস্থাপনা। তার পরিবর্তে মাঠে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। 

ব্যাটিং অর্ডারে তাওহীদ হৃদয়ের পরিবর্তে দলে আসতে পারেন তরুণ পারভেজ হোসেন ইমন।

 

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট—হোয়াইটওয়াশ এড়ানো এবং অন্তত শেষ ম্যাচে জয়ের হাসি ফোটানো। দর্শকরাও আশা করছেন, লিটনের নেতৃত্বে দলটি শেষটা ভালোভাবেই করবে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন