শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

কুমিল্লায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০:১৪, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৩৮, ১ নভেম্বর ২০২৫

কুমিল্লায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরের ঈদগাহ এলাকায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে একদল যুবক। এর কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিনুল ইসলাম শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গ্রেপ্তারকৃত সবাই নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী।”

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পলাতক ৮–১০ জন ছাত্রলীগ নেতাকর্মী দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঈদগাহ–সংলগ্ন সিএনজিস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে দাঁড়িয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ডের জন্য ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরে কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে বৃহস্পতিবার দিনভর ও রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আকরাম হোসেন (২৮), মোহাম্মদ সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

ওসি মোহিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তার ১২ জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন