শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

আট দাবিতে শনিবার সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচি

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশ: ২০:২৯, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:১১, ১ নভেম্বর ২০২৫

আট দাবিতে শনিবার সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচি

সিলেটের রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই এক যৌথ বিবৃতিতে সাধারণ জনগণকে ওইদিন ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা, শিডিউল বিপর্যয় ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দিলে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দেন। পরবর্তীতে ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফ আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। তবে বৈঠকে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে তারা ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর রেলপথ অবরোধের ঘোষণা দেন।

আট দফা দাবি

১️. সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রুটে দুটি বিশেষ ট্রেন চালু করা।

২️. আখাউড়া–সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন।

৩️. আখাউড়া–সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা।

৪️. আখাউড়া–সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু করা।

৫️. কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করা।

৬️. কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার করা।

৭️. শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার করা।

৮️. যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

আন্দোলনকারীদের অভিযোগ, রেলওয়ের অবহেলার কারণে সিলেটবাসী প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন