সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগিয়ে চলুন: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৫০, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৩, ৩১ অক্টোবর ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যে সংকট সরকার ও কমিশন তৈরি করেছে, তা কেটে যাবে। দেশের মানুষ কখনও পরাজয় বরণ করে না।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “মানুষকে ঐক্যবদ্ধ করে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সব রাজনৈতিক দলকে মনে রাখতে হবে—সবার আগে বাংলাদেশ। অতীতেও আমরা একসঙ্গে ছিলাম, সামনেও থাকব। তবে সরকারকে বুঝতে হবে, যে অবস্থা তৈরি করা হয়েছে তা থেকে বেরিয়ে আসার দায়িত্ব তাদেরই নিতে হবে। সমস্যা সমাধান করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণের কাছে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার পথেই সংকটের সমাধান সম্ভব।”
অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা ও শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা জাহান।জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আর দলীয় পতাকা উত্তোলন করেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
সম্মেলনে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২–দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।
