শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

মতভেদ থাকবে, সন্ত্রাস-চাঁদাবাজি থাকতে পারে না: ফুয়াদ

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২১:২৯, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৬, ১ নভেম্বর ২০২৫

মতভেদ থাকবে, সন্ত্রাস-চাঁদাবাজি থাকতে পারে না: ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “অপরাধী নয়, বাংলাদেশের নাগরিক পরিচয়ে যে কেউ রাজনীতি করতে পারবে। ভয় দেখিয়ে জনগণকে তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে নব‍্য স্বৈরাচারের লক্ষণ। রাজনৈতিক প্রতিযোগিতায় মতভেদ থাকতে পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে—কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি বা ভয়-ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।”

আজ শুক্রবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ থানার চাদপাশা ইউনিয়নের রেন্ডীতলা এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ব‍্যারিস্টার ফুয়াদ বলেন, “আমাদের রাজনীতি হবে ইনসাফের বাংলাদেশ গড়ার রাজনীতি—যেখানে অপরাধী তার অপরাধ অনুযায়ী শাস্তি পাবে, কিন্তু কোনো নিরীহ মানুষ অন্যায়ভাবে নিপীড়নের শিকার হবে না। অপরাধীদের জন্য থাকবে কারাগার, আর সাধারণ মানুষের জন্য থাকবে ন্যায়বিচারের নিশ্চয়তা।”

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতারা নতুন রাজনীতি ও যোগ্য নেতৃত্বের সঙ্গে থেকে জনকল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিএম রাব্বী, যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, নাঈম ভূঁইয়া, আজম খান, হাইদার ভূঁইয়া প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন