১৫০ আসন বিএনপি–জামায়াত জোট আর বাকিদের ১৫০ আসন প্রস্তাব
এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রস্তাব দিয়েছেন—৩০০ আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি ও জামায়াত জোট সমঝোতায় প্রার্থী দেবে, বাকী ১৫০ আসন থাকবে উন্মুক্ত। বিএনপি ১০০, জামায়াত ৫০ আসনে প্রার্থী দেবে বলে জানান তিনি।