সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

ধানমণ্ডিতে এবি পার্টির ব্যারিস্টার মিলির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৪৯, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২২:২৯, ২ নভেম্বর ২০২৫

ধানমণ্ডিতে এবি পার্টির ব্যারিস্টার মিলির নির্বাচনী কার্যালয় উদ্বোধন

এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি’র ধানমন্ডির নির্বাচনী কার্যালয় উদ্

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা-১০ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নির্বাচনী কার্যালয় ও কার্যক্রম উদ্বোধন করেছেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রাজধানীর ধানমণ্ডির ২৮ নম্বর সড়কের অর্কিড প্লাজার ৬ষ্ঠ তলায় এই কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ধানমণ্ডি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা, যার সঙ্গে হাজারীবাগের মতো অবহেলিত অঞ্চলেরও সংযোগ রয়েছে। ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এই এলাকার সন্তান—ধানমণ্ডিতে জন্মেছেন, বড় হয়েছেন। ধানমণ্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগের প্রতিটি সমস্যা তার জানা আছে। এবি পার্টি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করছে, আর মিলি সেই রাজনীতির বাস্তব রূপ তুলে ধরছেন।’

তিনি আরও বলেন, মিলি ইতোমধ্যেই ধানমণ্ডি এলাকায় সুপেয় পানির সমস্যা সমাধানে ওয়াসার সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, শিশুদের খেলার মাঠ সংরক্ষণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

মঞ্জু বলেন, `আমরা আশা করি, মিলির নেতৃত্বে এবি পার্টির সেবামূলক ও দায়িত্বশীল রাজনীতি ঢাকাবাসীর কাছে নতুন আস্থার প্রতীক হয়ে উঠবে।’

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, ‘ধানমণ্ডিই আমার শিকড়। আমি এখানেই বড় হয়েছি, এখানকার মানুষের ভালো-মন্দ জানি। যখন দেশের মেধাবী মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমরা এবি পার্টি হিসেবে দায়িত্ববোধ, মানবিক মর্যাদা ও সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠায় মাঠে নেমেছি। এবি পার্টি আমাকে ঢাকা-১০ আসনে মনোনয়ন দিয়েছে, আমি আশাবাদী এই এলাকার মানুষ আমাকে আন্তরিকভাবে সমর্থন জানাবেন।’

উদ্বোধনী সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) সিদ্দিকুর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে