মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

জেলহত্যা দিবস আজ

জাতির চার নেতার স্মরণে শোক ও শ্রদ্ধায় বাংলাদেশ

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ১১:৩৩, ৩ নভেম্বর ২০২৫

জাতির চার নেতার স্মরণে শোক ও শ্রদ্ধায় বাংলাদেশ

আজ ৩ নভেম্বর—বাংলা জাতির ইতিহাসে এক কলঙ্কময় দিন, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতির মুক্তির নেতৃত্বদানকারী চার নেতাকে—মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মাত্র তিন মাসের মধ্যে জাতিকে নেতৃত্বশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের ধারাবাহিকতায় সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। স্বাধীনতার স্থপতিদের পর জাতির পথপ্রদর্শক এই চার নেতাকে কারাগারের অভ্যন্তরে গুলি ও বেয়নেট দিয়ে হত্যা করা হয়—যা ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতা হিসেবে চিহ্নিত।

এই হত্যাকাণ্ডের পরদিন, ১৯৭৫ সালের ৪ নভেম্বর, তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ২১ বছর তদন্ত স্থবির থাকার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় মামলাটি সচল করে। ২৯ বছর পর, ২০০৪ সালের ২০ অক্টোবর, ঢাকার মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন।

‘জেলহত্যা মামলা’ নামে পরিচিত এই মামলায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই আজও পলাতক। তবে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২০২০ সালের এপ্রিলে দেশে ফেরার পর গ্রেপ্তার হন এবং তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি জাতির জন্য গভীর শোক ও ভাবনার প্রতীক। প্রতি বছর এই দিনে আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন চার জাতীয় নেতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে নানা কর্মসূচি পালন করে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল
হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে অপহরণ, গ্রেপ্তার ৩