শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

কবি জন কিটসের জন্মদিন

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৬:৩১, ৩১ অক্টোবর ২০২৫

কবি জন কিটসের জন্মদিন

আজ ৩১ অক্টোবর—ইতিহাসের পাতায় এক অনন্য দিন। আজকের দিনে জন্মেছিলেন এমন বহু বিশিষ্ট ব্যক্তি, যাঁদের কর্ম, চিন্তা ও শিল্পকর্ম মানবসভ্যতার বিকাশে রেখেছে স্থায়ী ছাপ।

 

জন কিটস (১৭৯৫–১৮২১)

ইংরেজি সাহিত্যের অন্যতম রোম্যান্টিক কবি জন কিটসের জন্ম আজকের দিনে। অতি অল্প বয়সে মৃত্যুবরণ করলেও তাঁর রচনাগুলো—যেমন Ode to a Nightingale, Ode on a Grecian Urn—চিরকালীন মানবিক বেদনা, সৌন্দর্য ও অমরত্বের অন্বেষণকে ধারণ করেছে। কিটস আজও রোম্যান্টিক সাহিত্যের সবচেয়ে আলোচিত প্রতীক।

 

জোসেফ শোয়ান (১৮২৮)

রসায়নবিদ ও বৈদ্যুতিক বাতির অন্যতম উদ্ভাবক জোসেফ শোয়ানের জন্মও এই দিনে। আধুনিক বৈদ্যুতিক আলোকায়নের পেছনে তাঁর গবেষণাই ভিত্তি স্থাপন করেছিল।

 

এডলফ ভন বাইয়ের (১৮৩৫–১৯১৭)

জার্মান রসায়নবিদ এবং নোবেলজয়ী এই বিজ্ঞানী জৈব রসায়নে বিপ্লব ঘটিয়েছিলেন। রঞ্জক পদার্থের (dye) গবেষণায় তাঁর অবদান শিল্পক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আনে।

 

সর্দার বল্লভভাই পটেল (১৮৭৫–১৯৫০)

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের দৃঢ়চেতা নেতা সর্দার বল্লভভাই পটেল ছিলেন ভারতের ‘আয়রন ম্যান’। দেশভাগের পর ভারতীয় রাজ্যগুলোর একীকরণে তাঁর ভূমিকা তাঁকে ভারতের রাজনৈতিক ইতিহাসে অবিস্মরণীয় করে তুলেছে।

 

বীরেন চট্টোপাধ্যায় (১৮৮০–১৯৩৭)

ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায় ছিলেন উপনিবেশবিরোধী আন্দোলনের সাহসী যোদ্ধা। ব্রিটিশবিরোধী কর্মকাণ্ডের জন্য তাঁর জীবন উৎসর্গ ছিল তরুণ বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস। চিয়াং কাই-শেক (১৮৮৭–১৯৭৫)

চীনের প্রভাবশালী রাষ্ট্রনায়ক ও সামরিক নেতা চিয়াং কাই-শেক ছিলেন আধুনিক চীনের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব। তিনি চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন এবং তাইওয়ানের রাজনীতিতেও তাঁর প্রভাব গভীর।

 

সি. কে. নাইডু (১৮৯৫–১৯৬৭)

ভারতের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সি. কে. নাইডু ভারতীয় ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি। তাঁর নেতৃত্বেই ভারত প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।

 

জপমালা ঘোষ (১৯৩১–১৯৯৯)

বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষের কণ্ঠে শৈশবের সুরগুলো আজও বাঙালির স্মৃতিতে বেঁচে আছে। শিশুতোষ গানের জগতে তাঁর অবদান অপরিসীম।

 

ওমেন চন্ডি (১৯৪৩–২০২৩)

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি ছিলেন এক নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্বে কেরালার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের নীতি প্রশংসিত হয়েছিল।

 

দুঙ্গা (১৯৬৩)

ব্রাজিলের সাবেক ফুটবল অধিনায়ক দুঙ্গা ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। তাঁর নেতৃত্বগুণ ও কঠোর শৃঙ্খলাপূর্ণ খেলার ধরন তাঁকে ব্রাজিল ফুটবলের ইতিহাসে অনন্য করেছে।

 

যশোধরা রায়চৌধুরী (১৯৬৫)

সমসাময়িক বাঙালি কবিতার জগতে যশোধরা রায়চৌধুরী এক গুরুত্বপূর্ণ নাম। তাঁর কবিতায় নারী-অস্তিত্ব, ব্যক্তিস্বাধীনতা ও সমাজ-রাজনীতির সূক্ষ্ম অনুধাবন প্রকাশ পেয়েছে।

 

পার্ণো মিত্র (জ. ১৯৮৬)

আধুনিক বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ পার্ণো মিত্র অভিনয়ের পাশাপাশি সমাজ সচেতন কর্মকাণ্ডেও যুক্ত। তাঁর সাহসী চরিত্র বাছাই তাঁকে নতুন প্রজন্মের অভিনেত্রীদের অনুপ্রেরণা করে তুলেছে।

 

ওয়িলও স্মিথ (জ. ২০০০)

হলিউড তারকা উইল স্মিথ ও জাডা পিংকেট স্মিথের কন্যা উইলও স্মিথ একজন আমেরিকান গায়িকা ও অভিনেত্রী। অল্প বয়সেই তাঁর অনন্য স্টাইল, সঙ্গীতবোধ ও আত্মপ্রকাশ তাঁকে তরুণ প্রজন্মের আইকন করে তুলেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন