‘প্রেমের রেডিও’তে আরফিন রুমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						ছবি : সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি সাম্প্রতিক বছরগুলোতে বেছে বেছে কাজ করছেন। অডিও অ্যালবাম, সিনেমা, নাটক কিংবা স্টেজ—সব ক্ষেত্রেই তিনি এখন শুধু পছন্দসই প্রজেক্টেই অংশ নিচ্ছেন। তার সেই ধারাবাহিকতায় নতুন গান ‘প্রেমের রেডিও’ প্রকাশ পেয়েছে সিডি চয়েস থেকে।
গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন আকরাম খান, আর সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। এতে রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা স্বর্ণা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এস এম তুষার; যেখানে পারফর্ম করেছেন রুমি নিজেই। তার সঙ্গে মডেল হিসেবে ছিলেন প্রকৃতি আজাদ।
নিজের অনুভূতি জানাতে গিয়ে আরফিন রুমি বলেন—“নিজের সুর ও সংগীতের বাইরে আমি খুব কম কাজ করি। ‘প্রেমের রেডিও’ সেই ব্যতিক্রমগুলোর একটি। অডিওর সঙ্গে সামঞ্জস্য রেখে বেশ ভালো আয়োজনে ভিডিওটি নির্মাণ হয়েছে। গতকালই গানটি প্রকাশ পেয়েছে, এবং শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। সময়ের সঙ্গে এটি আরও জনপ্রিয় হবে বলে বিশ্বাস।”
‘প্রেমের রেডিও’ ইতোমধ্যেই ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। গানের রোমান্টিক মেলোডি, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও রুমির আবেগঘন কণ্ঠ শ্রোতাদের মধ্যে তৈরি করছে নতুন উন্মাদনা।
- গানটি শোনা যাচ্ছে: [YouTube | CD Choice Official]
- ধরন: রোমান্টিক পপ
- শিল্পী: আরফিন রুমি ও স্বর্ণা
- লিরিক: সালাহউদ্দিন সাগর
- সুর: আকরাম খান
- সংগীত: এ এন ফরহাদ
- ভিডিও: এস এম তুষার

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													