’বাবা, প্লিজ থামো! লজ্জায় স্কুল যাচ্ছে না ইমরানের ছেলে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৫, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির নতুন ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর ক্যামিও এখন ভাইরাল। তবে বাবার এই জনপ্রিয়তা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলে আয়ানের কাছে। সমস্যা তৈরি করেছে নিজের বাড়িতে।
সম্প্রতি অভিনেতা জানান, তার ছেলে আয়ান হাশমি বাবার এই 'কামব্যাক'-এ মোটেও খুশি নয়, বরং বেশ বিব্রত।
একটি সাক্ষাৎকারে ইমরান হাশমি মজার ছলে প্রকাশ করেন, 'দ্য ব্যাডস অফ বলিউড'-এ তার চরিত্রটি নিয়ে ছেলে স্কুলে বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছে।
ইমরান হাশমি বলেন, ‘ও (আয়ান) এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে, কেন ও 'ইনটিমেসি কোচ' হচ্ছে না।’
ইমরান হাসি চেপে আরও বলেন, ‘ও বলে, 'তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তাই তুমি কি এটা বন্ধ করবে?’
অন্যদিকে, ইমরান হাশমি বর্তমানে তার আসন্ন ছবি 'হক' এর মুক্তির জন্য প্রস্তুত হচ্ছেন। ইয়ামি গৌতমের সঙ্গে অভিনীত এই ছবিটি ভারতে মুসলিম নারীদের অধিকার সংক্রান্ত ঐতিহাসিক শাহ বানো মামলার উপর ভিত্তি করে তৈরি।
ছবিটিকে যারা 'মুসলিম-বিরোধী' বলে চিহ্নিত করছেন, তাদের জবাবে ইমরান হাশমি নিজের উদার ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, একজন 'উদার মুসলিম' হিসেবে তার কাছে ছবির বিষয়বস্তুতে কোনও সমস্যা নেই।
অভিনেতা বলেন, ‘আমি জানি না মানুষ কী বলবে, কিন্তু একজন উদার মুসলিম হিসেবে আমি বলতে পারি, ছবির দৃষ্টিভঙ্গিতে আমার কোনও সমস্যা নেই। কারণ আমরা কোনও সম্প্রদায়কে কলঙ্কিত করছি না। যদি করতাম, তাহলে আমি এই ছবিতে কাজ করতাম না।’
নিজের ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে গিয়ে তিনি ব্যক্তিগত জীবন থেকে একটি উদাহরণ দেন। তিনি বলেন, ‘আমি পারভিনকে বিয়ে করেছি, যে হিন্দু। আমার পরিবারে আমার ছেলে পূজা করে, নামাজও পড়ে। এটাই আমার ধর্মনিরপেক্ষ শিক্ষা।’
'দ্য ব্যাডস অফ বলিউড'-এর জনপ্রিয় দৃশ্যের পেছনের গল্পও ফাঁস করেন ইমরান। তিনি জানান, এই দৃশ্যটি, যেখানে তিনি অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।
ইমরান বলেন, লেখক বিলাল সম্ভবত তারই জন্মদিনের এক ঘটনা থেকে এটি নিয়েছেন। তার ভবনের নিচে এক ভক্ত গান শুরু করেন এবং কিছুতেই থামতে চাইছিলেন না, আর এমরানের মুখ ছিল লজ্জিত। বিলাল সেখানেই উপস্থিত ছিলেন এবং সম্ভবত সেই দৃশ্যটিই তার ক্যামিওর অনুপ্রেরণা।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													