শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল

আসামে ৯০ হলে টিকিট ‘হাউসফুল’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৬, ৩১ অক্টোবর ২০২৫

আসামে ৯০ হলে টিকিট ‘হাউসফুল’

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গ— যার কণ্ঠ একসময় ব্রহ্মপুত্রের ঢেউয়ে মিশে যেত, তার জীবনাবসানের পরও থামেনি আবেগের ঢেউ। মৃত্যু-পরবর্তী রহস্য এখনো কাটেনি, কিন্তু তার মধ্যেই ভক্তদের জন্য এসেছে এক আবেগমথিত খবর— আজ ৩১ অক্টোবর মুক্তি পেল জুবিনের শেষ অভিনীত সিনেমা ‘রই রই বিনালে’।

সিনেমাটি আসামের ৪৬টি শহরের ৯০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল। ইতিমধ্যেই প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ। অতিরিক্ত দর্শক চাপ সামলাতে সকাল ৬টা ও রাত ১২টার শোও চালু করা হয়েছে।

আসাম সরকার ঘোষণা করেছে, সিনেমাটিকে সম্পূর্ণ করমুক্ত রাখা হবে। তাছাড়া সিনেমা থেকে সরকারের প্রাপ্ত জিএসটি রাজস্ব সরাসরি ‘জুবিন গর্গ ফাউন্ডেশন’-এর তহবিলে প্রদান করা হবে— শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

শুধু আসামেই নয়, জুবিনের জনপ্রিয়তার কারণে সিনেমাটি মুক্তি পাচ্ছে কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও দিল্লিতেও। নির্মাতাদের আশা, এই সিনেমা জুবিনের স্মৃতিকে ভারতের সীমানা ছাড়িয়ে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেবে।

‘রই রই বিনালে’ সিনেমায় জুবিনকে দেখা যাবে একজন অন্ধ গায়ক হিসেবে— যিনি জীবনের অন্ধকার ভেদ করে আলোর গান গেয়ে যান। সিনেমার গল্প, সংলাপ ও গান— সবকিছুই জুবিন নিজে লিখেছিলেন ও সুর করেছিলেন। প্রায় তিন বছর অক্লান্ত পরিশ্রমে এই সিনেমাটি সম্পন্ন হয়।

জুবিনের স্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি বলেছিলেন, “এই সিনেমাটি আমার শেষ ভালোবাসা— এটা মুক্তি পাক ৩১ অক্টোবর।” সেই ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনেই মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।

‘রই রই বিনালে’ শুধুমাত্র একটি সিনেমা নয়— এটি আসামের মানুষের জন্য এক আবেগ, এক বিদায়, এবং এক পুনর্জন্মের উৎসব। সংগীতশিল্পী, অভিনেতা, কবি— বহুমাত্রিক প্রতিভা জুবিন গর্গকে চিরস্মরণীয় করে তুলবে এই চলচ্চিত্র। সূত্র:এনিডিটিভি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন