রামের চরিত্রে গরুর মাংসপ্রেমী রণবীর কাপুর!
বিতর্ক পেরিয়ে প্রশংসায় অভিনেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫:৫৬, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:১৪, ৩১ অক্টোবর ২০২৫
 
						জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত ছবি ‘রামায়ণ’–এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। চরিত্রের গভীরে প্রবেশ করতে গিয়ে তিনি নিজের জীবনযাপনে এনেছেন শৃঙ্খলা—মদ্যপান বন্ধ করেছেন, শারীরিক অনুশীলন বাড়িয়েছেন, এমনকি খাদ্যাভ্যাসেও এনেছেন নিয়ন্ত্রণ। কিন্তু পুরোনো এক সাক্ষাৎকারে করা তার এক মন্তব্যকে ঘিরে ফের শুরু হয়েছে বিতর্ক।
২০১১ সালের এক সাক্ষাৎকারে রণবীর নিজেই বলেছিলেন, ‘আমার পরিবার পেশোয়ারি। তাই পাঁঠার মাংস, পায়া কিংবা গরুর মাংস—সবই আমার ভীষণ প্রিয়।’ এই মন্তব্য পুনরায় ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘যিনি গরুর মাংস ভালোবাসেন, তিনি কীভাবে রামের চরিত্রে মানানসই হন?’
তবে এই সমালোচনাকে গুরুত্ব দিতে রাজি নন ‘রামায়ণ’–এর প্রযোজক নমিত মালহোত্রা। 
তিনি বলেন, “গত দিনের অভ্যাস বা মন্তব্য দিয়ে আজকের শিল্পীকে বিচার করা অন্যায়। রণবীরের দক্ষতা ও নিষ্ঠাই প্রমাণ করবে তিনি রামের চরিত্রে কতটা মানানসই।”
একজন হিন্দু ধর্মগুরুও রণবীরের পক্ষে বক্তব্য দিয়েছেন। তার মতে, “চলচ্চিত্রের চরিত্র ও বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা বিষয়। যদি রণবীর রামের চরিত্রে প্রাণ দিতে পারেন, সেটাই বড় কথা।”
এদিকে রণবীর নিজেও জানিয়েছেন, “চরিত্রে ডুবে যেতে গেলে অনেক শখ-রুচি সাময়িকভাবে বাদ দিতে হয়। তবে গোমাংসের প্রতি আমার ভালোবাসা বরাবরের মতোই থাকবে—এটা ব্যক্তিগত বিষয়।”
৪ হাজার কোটি রুপির বাজেটের এই সিনেমা মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা বলছেন, বিতর্ক নয়—চরিত্রের প্রতি রণবীরের নিবেদনই তাকে বড় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													