শনিবার, ০১ নভেম্বর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ রোগী-মৃত্যু অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:১৫, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৭, ১ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ রোগী-মৃত্যু অক্টোবরে

এবছরের সর্বোচ্চ ডেঙ্গুর মাস অক্টোবর। ছবি: সংগৃহীত

দেশে এ বছর সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত ও মৃত্যু হয়েছে চলতি অক্টোবর মাসে। শুক্রবার মাসের শেষ দিন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটি নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৫২০ জন ও মারা গেছে ৮০ জন। এর মধ্য দিয়ে এ বছর ডেঙ্গু শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হলো এ মাসে।

এর আগে বছরের সর্বোচ্চ ডেঙ্গুর মাস ছিল সেপ্টেম্বর। সে মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮৬৬ জন ও মারা যায় ৭৬ জন।

সে হিসাবে সেপ্টেম্বরে দৈনিক গড় রোগী ৭২৬ ও অক্টোবরে ছিল ৫২৮ জন। তবে দৈনিক গড় মৃত্যু প্রায় সমান ছিল।

অক্টোবরের শেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

গত এক দিনে সারা দেশে ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৬৬ হাজার ৮০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবরের শেষ দিন পর্যন্ত ৬৯ হাজার ৮৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ও মারা গেছে ২৭৮ জন।

এর আগে আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে ৭, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।

অপরদিকে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ ও আগস্টে ১০ হাজার ৪৯৬ জন। 

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন