বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

এবার ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৩৩, ২৯ অক্টোবর ২০২৫

এবার ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো অক্টোবরে

এবার চলতি অক্টোবরে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যুরও রেকর্ড হলো। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ মাস সেপ্টেম্বরকে ছাড়িয়ে ৭৭ জনে পৌঁছেছে। এর আগে পর্যন্ত বছরের সর্বোচ্চ মৃত্যু ছিল অক্টোবরে ৭৬ জন। 

এর আগে ২৪ অক্টোবর বছরের সর্বোচ্চ রোগীর সংখ্যাতেও রেকর্ড হয়। সেদিন সর্বোচ্চ মাস সেপ্টেম্বরকে ছাড়িয়ে রোগীর সংখ্যা দাঁড়ায় ১৬ হাজার ২৯৬ জনে। এর আগে পর্যন্ত সর্বোচ্চ রোগী ছিল সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন। 

এর ফলে মাস শেষ হওয়ার দুদিন আগেই মাসের হিসাবে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল।

অক্টোবরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৮৬ জন ও মৃত্যু হয়েছে ৭৭ জনের। আক্রান্ত ও মৃত্যুর এই হিসাব দশ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে সেপ্টেম্বরে ৭৬ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। সে মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে হন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (২৯ অক্টোবর) বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৪ জন রোগী। তাতে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৪২৮ জনে। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে।

গত এক দিনে মারা যাওয়া দুজনের একজন ঢাকা উত্তর সিটি ও অপরজন ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে ভর্তি ছিল।

এর আগে আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে তিন, এপ্রিলে সাত, ফেব্রুয়ারিতে তিন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মার্চ মাসে কেউ মারা যায়নি।

জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হয়। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং ২৯ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৮৬ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই এ বছর ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০০০ সালে ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে মারা যায় ৯৩ জন। ঘটনাটি সাধারণ মানুষের কাছে নতুন ছিল। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যায় ২০২৩ সালে। সে বছর আক্রান্ত হয়েছিল ৩ লাখের বেশি মানুষ। মারা যায় ১ হাজার ৭০৫ জন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন