বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

| ১৪ কার্তিক ১৪৩২

গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৪, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫৯, ২৯ অক্টোবর ২০২৫

গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার

জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে আটটি রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন তত বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে’ আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে এখন একটি ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় গণভোটের সিদ্ধান্ত নেওয়া সরকারেরই দায়িত্ব। সরকার যত দেরি করবে, নির্বাচনের সময়সূচি তত ঝুঁকিতে পড়বে।”

তিনি আরও বলেন, “রাজনীতির আকাশে মেঘ জমেছে। এই মেঘ কাটাতে প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কিছু ধারা পরিবর্তনের মাধ্যমে একটি দল সুবিধা নিতে চায়—এ প্রচেষ্টা ‘রুখে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইউনুছ আহমাদ আরও জানান, নভেম্বরে গণভোট আয়োজন এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করা হবে। একই সঙ্গে আগামী ৩ নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

দলের গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন: কমিশনের সুপারিশে ‘জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই’
ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ফখরুলের অভিযোগ- ‘নোট অব ডিসেন্ট’ বাদ দেওয়া প্রতারণা
ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল, থাকছে নভেম্বরে গণভোটের দাবি
গণভোট দেরি হলে নির্বাচন পেছানোর আশঙ্কা: পরওয়ার
নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দলের জন্য ৭ কঠোর নির্দেশনা
মেট্রোরেল দুর্ঘটনা: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের রুল
এলএসি নিয়ে ইতিবাচক আলোচনায় ভারত-চীন
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে পঞ্চম দিনের শুনানি চলছে
তিন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা শোকজ নয়, তথ্য চাওয়া হয়েছে
স্বর্ণের দামে বড় পতন এক দিনে ভরিতে কমল ১০ হাজার টাকার বেশি
পররাষ্ট্র উপদেষ্টা অবাক হলেন ভারতের পররাষ্ট্রসচিবকে পাল্টা প্রশ্ন না করায়
১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে
ব্যানার ছেঁড়ার জেরে বন্দুকযুদ্ধ: চট্টগ্রামের ছাত্রদল কর্মী নিহত, আহত ১৫ জন
অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
যুক্তরাষ্ট্রে টানা চার সপ্তাহ ধরে শাটডাউন বন্ধ হতে পারে ৪ কোটি নাগরিকের খাদ্য ভর্তুকি
ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২৭৬১ ও ভোটকক্ষ ২৪৪৬৪৯
‘শাপলা’ পাচ্ছে না এনসিপি অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ পাকিস্তানের