১০ রেফারির বাজি প্রায় ২০ হাজার ম্যাচে...!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৩৬, ২৮ অক্টোবর ২০২৫
ফুটবল রেফারিদের ফিক্সিংয়ের ভয়াবহ তথ্য উঠে এসেছে তুরস্কের সরকারী তদন্তে। যে রেফারিদের হাতে থাকে ফুটবল ম্যাচকে নিরাপদ থাকার রাখার কলকাঠি, তারাই ব্যপক ভাবে তলিয়ে গেছেন বাজির কালো অন্ধকারে।
এক নজিরবিহীন কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে তুরস্কের ফুটবলে। তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএ) জানিয়েছে, পেশাদার লিগের ১৫০ জনের বেশি রেফারি অবৈধভাবে বাজি ধরেছেন ফুটবল ম্যাচে, যার মধ্যে আছেন শীর্ষ স্তরের রেফারিরাও।
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, "সরকারী সংস্থাগুলোর তদন্তে তথ্য পাওয়া গেছে যে, সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনেরই অন্তত একটি বেটিং কোম্পানির অ্যাকাউন্ট রয়েছে।" এর মধ্যে ১৫২ জন রেফারি সেইসব অ্যাকাউন্ট ব্যবহার করে বাজি ধরেছেন ফুটবল ম্যাচে, যার মধ্যে রয়েছেন শীর্ষ পর্যায়ের রেফারি ৭ জন এবং সহকারী রেফারি রয়েছেন ১৫ জন।
হাজিওসমানোগলু আরও জানান, "১০ জন রেফারি গত পাঁচ বছরে প্রায় ২০ হাজরের মতো ম্যাচে বাজি ধরেছেন। এদের মধ্যে একজন রেফারি একাই বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে।"
তিনি আরও বলেন, "আমরা জানি, তুর্কি ফুটবলে পরিবর্তন প্রয়োজন। আমাদের দায়িত্ব হচ্ছে তুর্কি ফুটবলকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনা এবং এর ভেতরের সব অশুদ্ধতা দূর করা।"
ফেডারেশন সভাপতি জানান, "আইনশৃঙ্খলা বোর্ড এই ব্যপারে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহন করবে।"
এই তথ্য ফাঁস হওয়ার পর, তুর্কি ফুটবলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, "এটি তুরস্কের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় নৈতিক সমস্যাগুলোর একটি, যা খেলাধুলার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।"
